22 C
আবহাওয়া
১২:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দলের সিদ্ধান্তের বাইরে গেলে ছাড় দেওয়া হবে না: নাছির

দলের সিদ্ধান্তের বাইরে গেলে ছাড় দেওয়া হবে না: নাছির

দলের সিদ্ধান্তের বাইরে গেলে ছাড় দেওয়া হবে না: নাছির

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

আ.জ.ম নাছির উদ্দীন বলেন, সাংগঠনিক নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ মেয়রসহ কাউন্সিলর পদে যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। এখানে কে কোন অবস্থায় আছে আমরা তা বিবেচনা করবো না। যারা এর বিরুদ্ধে অবস্থান নিবে তারা কখনো দলীয় সদস্য প্রাপ্তি হবে না। আজকের এই কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তগুলো কেন্দ্রে পৌছে দিয়েছি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতের মত আজকেও আমরা ঐক্যবদ্ধ আছি।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, যারা দল করবেন তাদেরকে দলের সাংগঠনিক সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। ভুলে যাবেন না, আওয়ামী লীগ অনেক চড়ার উতরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে পরিচালিত হব।

তিনি বলেন, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে বিজয়ের কোন বিকল্প নেই। কোনরকমভাবে আবেগপ্রোত না হয়ে এলাকায় এলাকায় যান, ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের সফলতাগুলো পৌঁছে দিতে হবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্র্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, জোবাইদা নার্গিস খান, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, জালাল উদ্দিন ইকবাল, দেবাশীষ গুহ বুলবুল, আবদুল আহাদ, মোহাম্মদ আবু তাহের, শহীদুল আলম, জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ এয়াকুব, নুরুল আফসার মিয়া, সৈয়দ আমিনুল হক, পেয়ার মোহাম্মদ, দোস্ত মোহাম্মদ, গাজী শফিউল আজিম, বখতিয়ার উদ্দিন খান, গোলাম মোহাম্মদ চৌধুরী, সাইফুদ্দীন খালেদ বাহার, নজরুল ইসলাম বাহাদুর, আহমেদ ইলিয়াছ, ইঞ্জি: বিজয় কুমার চৌধুরী কিষান, জাফর আরম চৌধুরী, মহাব্বত আলী খান, আবদুল লতিফ টিপু, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ জাবেদ, হাজী বেলাল আহম্মদ ও মো. মোরশেদ আকতার চৌধুরী।

সভায় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে পালনের সিদ্ধান্ত এবং ঐ সমস্ত ওয়ার্ডে মহানগর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ১১ জানুয়ারি চট্টল শার্দুল জননেতা এম এ আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালন, ২৪ জানুয়ারি’৮৮ চট্টগ্রাম গণহত্যা দিবস পালন সহ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ