বিএনএ,ক্রীড়া ডেস্ক: ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উত্তর বাড়িধারাকে ০-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ঢাকা আবাহনী লিমিটেড।অতিরিক্ত সময়ের ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো টোরেস।
সোমবার(৪ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় দাপট দেখালেও গোল তুলতে বারবার ব্যর্থ হয় আবাহনীর আক্রমণ ভাগ।সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল আদায় করতে সক্ষম হয়নি মারিও লেমসের শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও মাঠের চিত্র একইরকম ছিল।
অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে চোট পান উত্তর বাড়িধারার অধিনায়ক সুমন রেজা।জাতীয় দলের এই ফরোয়ার্ডকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয়।এমন পরিস্থিতিতে থ্রো নেন আবাহনীর নাসির উদ্দিন। মাঝমাঠ থেকে লম্বা ক্রস করেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি।গোল পোস্টের সামনে বলটি রিসিভ করেন অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন।আর বল পেয়ে গোল করেন ফ্রান্সিসকো টোরেস।
গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলেন টোরেস। তাই তাকে হলুদ কার্ড দেখান রেফারি।গোল বাতিলের দাবি তুলে হলুদ কার্ড দেখেছেন উত্তর বাড়িধারার গোলরক্ষক মামুন আলিফ ও এক কর্মকর্তা।
এদিকে, আগামি সাত জানুয়ারি সেমিফাইনালে মাঠে নামবে আবাহনী।যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
বিএনএনিউজ/আরকেসি