বিএনএ,চট্টগ্রাম: বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল ২০১৯ সালে সেরা এনুয়েল রিপোর্টের জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর এনজিও ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। একইসঙ্গে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সেরা এনুয়েল রিপোর্ট জন্য এনজিও ক্যাটাগরিতে ঘাসফুল যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ পুরস্কার লাভ করে।
সোমবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘাসফুল থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০১৯ সালের সেরা এনুয়েল রিপোর্টের জন্য ১৩টি ক্যাটাগরিতে ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। এতে ঘাসফুল এনজিও ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। গত ২৬ নভেম্বর রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হামিদ উল্ল্যাহ ভূঁইয়া। সংস্থার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ২০১৯ সালের সেরা এনুয়েল রিপোর্ট জন্য এনজিও ক্যাটাগরিতে ঘাসফুল যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ পুরস্কার লাভ করেছে। গত ২৩ ডিসেম্বর দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা ভার্চুয়াল প্ল্যার্টফর্মের মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এফসিএ, সাফার ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং আইসিএবির কাউন্সিল সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর এফসিএ। ঘাসফুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঘাসফুল অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক টুটুল কুমার দাশ।
উল্লেখ, ঘাসফুল ২০১৮ সালেও সেরা এনুয়েল রিপোর্ট এর জন্য আইসিএবি ও সাফা পুরস্কার লাভ করে।
বিএনএনিউজ/মনির