17 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নির্ধারিত সময়েই বাংলাদেশ করোনার টিকা পাবে-জাহিদ মালেক

নির্ধারিত সময়েই বাংলাদেশ করোনার টিকা পাবে-জাহিদ মালেক


বিএনএ, ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,ভারত থেকে নির্ধারিত সময়েই বাংলাদেশ করোনার টিকা পাবে । চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই ভারত থেকে বাংলাদেশ করোনার টিকা আসবে, চুক্তির কোনো ব্যত্যয় হবে না।

সোমবার(৪ জনুয়ারী) সচিবালয়ে করোনার ভ্যাকসিনের নিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, দীর্ঘদিনের সম্পর্ক থাকায় ভারত থেকে সঠিক সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। চুক্তির কোনো ব্যত্যয় ঘটবে না।

মন্ত্রী আরও বলেন, সিরামের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ব্যহত হবে না, ভ্যাকসিন পাওয়া যাবে। আমরা যোগাযোগ রাখছি। যে চুক্তি হয়েছে তা একটি আন্তর্জাতিক চুক্তি, তা মানার একটা বাধ্যবাধকতা আছে।

হঠাৎ করে ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা যতটুকু জানেন আমিও ততটুকুই জানি। ভারত সরকারের সঙ্গে ভ্যাকসিন পাওয়ার জন্য চুক্তি করেছে অনেকগুলো দেশ। এটা সকলের জন্যই তারা এ কথাটি বলেছে। তবে আমাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে তাতে আমি বিষয়টি পজিটিভলি দেখছি।’

কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘এই বিষয়টি এখনই বলতে পারবো না। আমাদেরকে আর একটু সময় দেন। আজকেই তো ভারতের নিষেধাজ্ঞার বিষয়টি জানলাম। সঠিক তথ্য যখন পাবো আপনাদের জানিয়ে দেবো। এরই মধ্যে আমরা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। সেই বিষয়টি তো আমাদের হাতে আছেই। চায়না, রাশিয়ান ভ্যাকসিন আমাদের হাতেই আছে। এগুলো এখন বিভিন্ন পর্যায়ে আছে। অনেক দেশের ভ্যাকসিন এখনো ট্রায়াল পর্যায়ে আছে। তাদেরও ট্রায়াল শেষ হয়নি।’

উল্লেখ্য, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। চুক্তির আওতায় ভারতের এই প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশের করোনা ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ