26 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের মধ্যে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের মধ্যে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের মধ্যে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

বিএনএ, ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা পাঁচ জন যাত্রীর কাছ থেকে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভিতরে লুকিয়ে ৫টি স্বর্ণের চাকতি, ২টি স্বর্ণের টুকরা এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ তাদের আটক করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ