34 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - মে ৯, ২০২৫
Bnanews24.com
Home » লেবানন থেকে ফিরছেন আরো ৪০ জন বাংলাদেশী

লেবানন থেকে ফিরছেন আরো ৪০ জন বাংলাদেশী

লেবানন থেকে ফিরছেন আরো ৪০ জন বাংলাদেশী

বিএনএ, ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে  মঙ্গলবার (৩ডিসেম্বর) রাতে দেশে  ফিরবেন ৪০ জন নাগ‌রিক ।বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা রয়েছে।

স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) রা‌তে লেবানন থেকে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাসএ তথ্য জা‌নায়।

দূতাবাস জানায়, আগামী ৪ ডিসেম্বর ৬৫ জনের ১৩তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সর্বশেষ, গত ২১ নভেম্বর দেশ‌টি থেকে ৮২ বাংলাদে‌শি দেশে ফেরেন। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন।

বুধবার (৪ ডি‌সেম্বর) ৬৫ বাংলা‌দে‌শি নাগ‌রিক দেশে ফিরবেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ