বিশ্ব ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমলেও এখনো অস্তিত্ব রয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশ এখনো করোনার বিস্তার রোধ নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে চীনে ফের করোনা সংক্রমণ বেড়েছে।
গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪৮৫ জনের। মৃত্যু হয়েছে ৯১৪ জনের। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৪ কোটি ৯১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৪৪ হাজার ৪৮০ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার জন।
২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ১০ কোটি ৭ লাখ ৮৭ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ লাখ ৬ হাজার ৬০৭ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ৩০ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ২৪/এমএইচ