বিএনএ ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে রাতেই। এরপর শুরু হবে সুপার সিক্সটির বা নক আউট পর্ব। সেই নক আউট পর্বে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
ফিফার দেয়া সূচীতে দেখা যায়। নক আউট পর্বে উপর থেকে দুটি গ্রুপ পরস্পর মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে পরের গ্রুপের রানার্সআপ দলের। আর পরের গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে আগের গ্রুপের রানার্সআপ দলের।
নক আউট পর্ব…
নক আউপ পর্বের প্রথম ম্যাচে গ্রুপ-এ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডের মুখোমুখি হবে গ্রুপ-বি রানার্সআপ যুক্তরাষ্ট্র। ৩ ডিসেম্বর শনিবার রাত ৯টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে গ্রুপ-সি চ্যাম্পিয়ন অর্জেন্টিনা ও গ্রুপ-ডি রানার্সআপ অস্ট্রেলিয়া। ৪ ডিসেম্বর, রোববার রাত ১টায় আহম্মদ বিন আলী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তৃতীয় ম্যাচে একই তারিখ রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে, গ্রুপ ডি-চ্যাম্পিয়ন ফ্রান্স ও গ্রুপ-সি রানার্সআপ পোলান্ড।
নকআউট পর্বের চতুর্থ ম্যাচে গ্রুপ-বি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ গ্রুপ-এ রানার্সআপ সেনেগাল। ৫ ডিসেম্বর সোমবার রাত ১টায় আল বায়াত স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ। একই তারিখে পঞ্চম নক আউট ম্যাচে রাত নয়টায় আল জানুব স্টেডিয়ামে গ্রুপ-ই চ্যাম্পিয়ন জাপানের প্রতিপক্ষ গ্রুপ-এফ রানার্সআপ ক্রোয়েশিয়া।
নকআউট পর্বের ষষ্ঠ ম্যাচে গ্রুপ-জি চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ-এইচ রানার্সআপ দক্ষিণ কোরিয়ার সাথে। ৬ ডিসেম্বর রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হবে ম্যাচটি। সপ্তম নকআউট ম্যাচে গ্রুপ-এফ চ্যাম্পিয়ন মরোক্কোর প্রতিপক্ষ গ্রুপ-ই রানার্সআপ স্পেন। একই তারিখ রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ৭ ডিসেম্বর রাত ১টায় নকআউট পর্বের শেষ অর্থ্যাৎ অষ্টম ম্যাচে গ্রুপ-এইচ চ্যাম্পিয়ন পর্তুগালের প্রতিপক্ষ গ্রুপ-জি রানার্সআপ সুইজারল্যান্ড।
একদিন গ্যাপ দিয়ে ৯ ডিসেম্বর থেকে শুরু হবে কাতার ফুটবল বিশ্বকাপের কোয়াটার ফাইনালের খেলা।
বিএনএ/এ আর