16 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » এইচপিভি টিকা নিয়ে অপপ্রচার চলছে—স্বাস্থ্য উপদেষ্টা

এইচপিভি টিকা নিয়ে অপপ্রচার চলছে—স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম

ঢাকা : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জরায়ু ক্যান্সার রোধে কার্যকর এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে। অপপ্রচার সবসময় থাকে। অপপ্রচার রোধের উপায় হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

উপদেষ্টা রবিবার (৩ নভেম্বর) চট্টগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষ্যে জাতীয় পর্যালোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এইচপিভি টিকা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে পঁচিশ লাখ টিকা দেয়া হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকা দেওয়া সম্পন্ন করতে পারবো।

উপদেষ্টা আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক সমাজ-সহ বিভিন্ন স্তরের অংশীদারদের সাথে আমরা সভা করেছি যাতে সকলের অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি।

ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের প্রত্যেকটা হাসপাতাল এবং ক্লিনিকে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু বিষয়ে ফোকাল কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং আলাদা ইউনিট গঠন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। ডেঙ্গু সংক্রমণ রোধে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। ছাত্র-জনতা প্রত্যেকেই যদি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে, পানি জমে না থাকে এবং মশার উপদ্রব হওয়ার স্থানগুলো পরিষ্কার রাখে, তাহলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারব।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসার ডা. চিরঞ্জিত দাস, ইউনিসেফের চিফ এসবিসি সেকশন প্রতিনিধি ব্রিজেত জব জনসন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগ ও অধিদপ্তর সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন ও কওমি মাদ্রাসার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, WHO, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ