17 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অভিযানের প্রথমদিনে একট্রাক বোঝাই ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ

অভিযানের প্রথমদিনে একট্রাক বোঝাই ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ

নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ

ঢাকা :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী  সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রবিবার(৩ নভেম্বর) মন্ত্রাণলয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ আশি হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১টি ট্রাক বোঝাই পলিথিনসহ আরো প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। তিনি আরো বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ