বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য দপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয় পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার মূরালিখাল ও সাঙ্গু নদীতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানাল মৎস্য অফিস। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। এসময় ১টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা।
মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক জানান,মূরালিখাল ও সাঙ্গু নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী