30 C
আবহাওয়া
১০:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » হানিফ ফ্লাইওভার এখন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার

হানিফ ফ্লাইওভার এখন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার

বিএনএ, ঢাকা: ঢাকার ব্যস্ততম হানিফ ফ্লাইওভার এখন থেকে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নামে পরিচিত হবে। ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ইতোমধ্যে পুরান ঢাকার চানখারপুলে ফ্লাইওভারে নতুন নাম সংবলিত সাইনবোর্ড লাগিয়েছে।

শনিবার(২ নভেম্বর ২০২৪) সন্ধ্যার আগে চানখারপুল মোড়ে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সেফটি ও ট্রাফিক ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম হোসেন ফ্লাইওভারের নতুন নামকরণ নিশ্চিত করেন। তার সাথে থাকা কোম্পানির আরেক সদস্য জানান, সরকার পরিবর্তনের পর দেশের অন্যান্য প্রতিষ্ঠানের নাম যেভাবে পরিবর্তন হয়েছে, এটিও সেভাবে পরিবর্তিত হয়েছে। এখন থেকে ফ্লাইওভারটি যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নামেই পরিচিত হবে। গুগল ম্যাপে এটি আগেই এই নামে ছিল বলে তারা উল্লেখ করেন।

এদিকে, যানজট নিরসনে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলিস্তান-চানখারপুল অংশে তাদের অধীনস্থ পুলিশ ও সার্জেন্টদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

গুলিস্তান থেকে চানখারপুল অংশে নামার রাস্তাটি এখন একমুখী করা হয়েছে, যেখানে দুটি লেন দিয়ে সব ধরনের যানবাহন সোজা বকশীবাজার, ঢাকা মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দিকে চলতে পারে। আগে নিমতলী গেট দিয়ে যাওয়া যেত, যা বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া, ঢাকা মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে ফ্লাইওভারে ওঠা যানবাহনগুলোর জন্য নতুন সাইনবোর্ড বসিয়ে চালকদের নির্দেশনা দেয়া হয়েছে। আগে চানখারপুল মোড় দিয়ে যে গাড়িগুলো ফ্লাইওভারে উঠতে পারত, সেসব গাড়ির জন্য নতুন ব্যবস্থা নেয়া হয়েছে এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পাশ দিয়ে ফ্লাইওভারে উঠতে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে চানখারপুল মোড়ে যানবাহনের গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে বলে মনে করছেন পুলিশ ও স্থানীয়রা।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ