17 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বন্ধনকে আরো ঘনিষ্ঠত করার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বন্ধনকে আরো ঘনিষ্ঠত করার ওপর গুরুত্বারোপ

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম

ঢাকা (২ নভেম্বর) :   উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল বুখারা রিজিয়নের গভর্নর জারিপভ বটির কমিলোভিচের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি গভর্নর আসডোভ রিজো রাউপোভিচ এবং গভর্নর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনকে আরো ঘনিষ্ঠতর ও প্রসারিত করতে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য,সাংস্কৃতিক ও পর্যটন বিকাশে কার্যকরী ও ফলপ্রসু অবদান রাখতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট এবং পাটজাত পণ্য ও ওষুধ আমদানি করতে বুখারার ব্যবসায়ী নেতৃবৃন্দকে উৎসাহিত করতে তিনি গভর্নরকে অনুরোধ করেন। বুখারার সাথে বাংলাদেশের অনুরূপ একটি শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ বিষয়ক একটি সহযোগিতা স্মারক করার ওপর জোর দেন।

বুখারা রিজিয়নের গভর্নর ব্যবসায়িক, সাংস্কৃতিক ও পর্যটন সহযোগিতাকে আরো গতিশীল করতে রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ প্রেক্ষিতে তিনি বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বুখারায় প্রেরণের জন্যে অনুরোধ করেন। এছাড়া, ‘সিস্টার সিটি’ সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে গভর্নর ইতিবাচক মনোভাব পোষণ করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম পৃথক পৃথকভাবে বুখারায় তৈরি পোশাক, কার্পেট ও ওষুধ সেক্টরের ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে ব্যবসা- বানিজ্য ও বিনিয়োগের বিভিন্ন কৌশল ও পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।

Loading


শিরোনাম বিএনএ