বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শ্যালিকার বাড়ি থেকে জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফরোজা খাতুনকে (২৭) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোররাতে উপজেলার বাকতা দক্ষিনপাড়া গ্রামে এই ঘটনা ঘটনা ঘটে। দুপুরে পুলিশ নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে।
নিহত জাকির ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আটককৃত আফরোজা একই এলাকার রফিকুল ইসলাম রফিকের স্ত্রী। আটক আফরোজা সম্পর্কে নিহত জাকির হোসেনের শ্যালিকা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার গভীর রাত পর্যন্ত বাড়ির পাশেই বাকতা দক্ষিনপাড়া বাজারে চা বিক্রি করেন জাকির। পর দিন বৃহস্পতিবার সকালে বাজারের পাশে শালিকা আফরোজা খাতুনের ঘরে জাকির হোসেনের মরদেহ থাকার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর নিহতের শালিকা আফরোজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
কেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।