19 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রান টার্গেট দিয়েছে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রান টার্গেট দিয়েছে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রান টার্গেট দিয়েছে পাকিস্তান

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রান টার্গেট দিয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে সিডনির স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজম।

উদ্বোধনী জুটিতে হোঁচট খায় পাকিস্তান। দলীয় ৪ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানে ওয়েন পার্নেল-এর শিকারে পরিণত হন মোহাম্মদ রিজওয়ান। ৩৮ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন আনরিচ নর্টজে। ১১ বলে ২৮ রান করা মোহাম্মদ হারিসকে সাজঘরে ফেরান তিনি। ৪০ রানের মাথায় ১৫ বলে ৬ রান করা অধিনায়ক বাবর আজমকে তুলে নেন লংগি এনগিদি। ৪৩ রানের মাথায় চতুর্থ আঘাত করেন নর্টজে। ৬ বলে ২ রান করা শান মাসুদকে সাজঘরে ফেরান তিনি।

দলীয় ৯৫ রানের মাথায় তাবরেজ শামসির বলে মোহাম্মদ নওয়াজ ফিরে যান ২২ বলে ২৮ রান করে। ১৭৭ রানের মাথায় পড়ে তিন উইকেট। ২২ বলে ৫২ রান করে শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিমকে শূণ্য রানে ফেরান নর্টজে আর ৩৫ বলে ৫১ রান করা ইফতেখার আহমেদকে সাজঘরে ফেরান কাগিসু রাবাদা। ১৮৫ রানের মাথায় ২ বলে ৩ রান করা হারিস রউফ রান আউট করে ফিরিয়ে দেন বাভুমা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আনরিচ নর্টজে ৪টি ও ১টি করে উইকেট শিকার করেন ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, লংগি এনগিদি ও তাবরেজ শামসি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ