19 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » অহনার পেটে জমজ সন্তান!

অহনার পেটে জমজ সন্তান!

অহনা

বিনোদন ডেস্ক: গাইনী ডাক্তার পরীক্ষা করে জানালেন, অভিনেত্রী অহনা রহমানের পেটে জমজ সন্তান! বিষয়টি মানতে নারাজ অহনা। এ নিয়ে অহনার ব্যক্তি জীবনে নেমে এসেছে ঝড়। এমন কথা শোনার পর ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। এখন কী করবেন তিনি? কাউকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে।

অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে। একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’তে এমন গল্প দেখা যাবে।

জানা যায়, নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টায়। মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রত্না খান প্রমুখ।

পরিচালক মহিন খান বলেন, শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম তাকে নিয়ে যায় তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করে বলেন, অহনার পেটে জমজ বাচ্চা! এ কথা শুনে অজ্ঞান হয়ে পড়েন শামীম। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্যদিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ