22 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএনএ সিলেট: সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (৩ নভেম্বর) ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে তাদের বাড়ি ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজুল ইসলাম জানান,  ডোনা এলাকায় চারজন বাংলাদেশি বুধবার সকালে কোনো এক সময় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সে সময় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের দিকে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ২ জন নো ম্যানস ল্যান্ডেই পড়ে যান। প্রাথমিকভাবে তাদের নাম আরিফুর রহমান ও আসকর বলে জানা গেছে। বাকি ২ জন দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে। তারা স্থানীয়দের ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশের একটি দল সীমান্তের দিকে গেছে। তবে মরদেহ ২টি নো ম্যানস ল্যান্ডে পড়ে থাকায় তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেছেন, ঘটনাটি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিএসএফের গুলিতে তারা মারা গেছেন কি না, তা এখনও বলা যাচ্ছেনা। সীমান্ত আইন মেনে বিজিবি নিহতদের মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ