30 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন: কাদের

জেলহত্যার নেপথ্য হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন: কাদের

ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা : জেলহত্যায় দণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের পর হত্যার নেপথ্যের হোতাদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১১ সেপ্টম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।

তিনি বলেন, সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ