26 C
আবহাওয়া
৭:৪৮ অপরাহ্ণ - আগস্ট ৮, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়।

ডিবির ওই কর্মকর্তা বলেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, আমরা পরে সেই সিদ্ধান্ত নেব।

বিএনএনিউজ/এইচ.এম।

/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ