28 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৪৬, আহত ৮৫

ইসরায়েলের হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৪৬, আহত ৮৫

ইসরায়েলের হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৪৬, আহত ৮৫

বিশ্ব ডেস্ক:  লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) ফের ইসরাইলি বাহিনী লেবাননের ওপর বিমান হামলা চালায়, খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) সংবাদ মাধ্যমটি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর বরাত দিয়ে জানায়, ইসরাইলি হামলায় মধ্য লেবাননে সাম্প্রতিক হামলায় অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। পাশাপাশি, বৈরুতের উপকণ্ঠ ও বেকা, বালবেক-হারমেল এলাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে।

রাজধানী বৈরুতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী, একের পর এক বোমা নিক্ষেপ করেছে। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে বিমান হামলা চালানো হয়, যা চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো এই এলাকা টার্গেট করা হলো।

লেবাননের পক্ষ থেকে জানানো হয়, রাতের এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লাহ যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ইসরাইলি সেনাদের স্থল অভিযানে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, বুধবার একদিনে ইসরায়েল তাদের ৮ সেনা হারিয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ