21 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৫ মিনিটের ব্যবধানে নেপালে দুটি ভূমিকম্প

২৫ মিনিটের ব্যবধানে নেপালে দুটি ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক: মাত্র ২৫ মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। অন্যটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের কয়েকটি রাজ্যেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, মঙ্গলবার নেপালের বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।

ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

এদিকে এনডিটিভি জানিয়েছে নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্য কেঁপে উঠেছে।

ভূমিকম্পের সময় নেপাল ও ভারতের অনেক লোকজন আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় এর মধ্যে অনেককে ভয়ে চিৎকার করতেও দেখা যায়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ