17 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে বিপ্লব বড়ুয়া

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে বিপ্লব বড়ুয়া

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে বিপ্লব বড়ুয়া

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে আনোয়ারা প্রান্তে সুধী সমাবেশের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল দশটায় টানেল সংযোগ সড়কের সংযুক্তি চায়না ইকোনমিক জোনের ভিতরে খালিস্থানে পরিদর্শনে আসেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিমউদদীন চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টার, অর্থ সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: কাপ্তাইয়ে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

উল্লেখ, টানেল উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল সংযোগ সড়ক সংযুক্তি চায়না ইকোনমিক জোনের ভিতরে খালিস্থানে প্রাথমিকভাবে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুই দফায় ওই মাঠ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ