বিএনএ ডেস্ক : লক্ষীপুরের রামগতি থানার চাঞ্চ্যলকর ডাবল মার্ডার মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত প্রধান আসামী ইব্রাহিম খলিল (৪৬)’কে গ্রফতার করেছে র্যাব ৭। সোমবার (২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিম খলিল লক্ষীপুর জেলার রামগতি থানার আবুল কাশেমের ছেলে।
অনুসন্ধানে জানা যায়, আসামী ইব্রাহিম খলিল ফেনী’র একটি ইটভাটায় মাঝি হিসেবে কাজ করতেন। উক্ত ইটভাটায় একই গ্রামের বেলার মাঝির ছেলে ইউসুফ শ্রমিক হিসেবে কাজ করতো। কাজের সুবাদে বিভিন্ন প্রয়োজনে ইউসুফ প্রায়শই ইব্রাহিমের বাড়িতে যাতায়ত করতো। যাতায়াতের এক পর্যায়ে ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম এর সাথে ইউসুফের সর্ম্পক গড়ে উঠে। ২০১৭ সালে মে মাসের শেষের দিকে ইউসুফ ইটের ভাটার কাজ ছেড়ে এলাকায় এসে দিন মজুরের কাজ করতে থাকে।
২০১৭ সালের ৩ জুন সন্ধ্যায় ইব্রাহিম খলিল ফেনী থেকে বাড়িতে এসে তার স্ত্রী রিনা বেগম ও ইউসুফকে আপত্তিকর অবস্থায় দেখে উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে ইব্রাহিম ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইউসুফ মারা যায়। রিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।
উক্ত ঘটনায় নিহত ইউসুফের স্ত্রী বাদী হয়ে লক্ষীপুর জেলার রামগতি থানায় হত্যা মামলা দায়ের করে।পরবর্তীতে আসামীর অনুপস্থিতিতে আমৃত্যু সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত ।
এরই প্রেক্ষিতে র্যাব-৭ ইব্রাহিম খলিল’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন তকিরহাট এলাকায় অবস্থান করছে।সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি