20 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের পক্ষে লড়াই করতে বাধ্য নয় ন্যাটো: জার্মান রাষ্ট্রদূত

ইউক্রেনের পক্ষে লড়াই করতে বাধ্য নয় ন্যাটো: জার্মান রাষ্ট্রদূত


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে নিযুক্ত জার্মানির স্থায়ী প্রতিনিধি রুদিগের কোয়েনিং বলেছেন, ইউক্রেনকে সরাসরি সামরিক সমর্থন দিতে বাধ্য নয় এ জোট। তিনি আরgx বলেছেন, ন্যাটো সামরিক জোট বড় ধরনের যুদ্ধ এড়াতে চায়।

জার্মান রাষ্ট্রদূত বলেন, “আমরা শান্তিতে ছিলাম কিন্তু হঠাৎ করেই একটি দেশ অন্য একটি দেশকে আক্রমণ করে বসলো। এ ধরনের ঘটনা কেউ কল্পনাও করেনি।”

জার্মান স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেন, “ইউক্রেন যেহেতু ন্যাটো জোটের সদস্য নয়, সে কারণে রাশিয়ার হামলা প্রতিহত করতে সামগ্রিকভাবে ন্যাটো জোট আইনগতভাবে দায়বদ্ধ নয়। যার অর্থ হচ্ছে ন্যাটো জোটের আর্টিকেল ফাইভ এখানে কার্যকর করা যাচ্ছে না।”

ন্যাটো জোটের আর্টিকেল ফাইভে বলা হয়েছে, কোনো সদস্য দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে এ জোট আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে।

জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য অনুসারে, ন্যাটো জোট সক্রিয়ভাবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়া থেকে বিরত থাকতে চাইছে কারণ ন্যাটো জোট যদি জড়িয়ে যায় তাহলে এটি হবে অনেক বড় যুদ্ধ যেখানে জোটের ৩০টি দেশ জড়িয়ে যাবে। কেউ এ ধরনের যুদ্ধ চায় না। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ