14 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বৃদ্ধি

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বৃদ্ধি

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বৃদ্ধি

বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমোদন থাকলেও এখন আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। রপ্তানির অনুমোদন ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন করে আরও ৮টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়। তবে এবছরও দেশের বাজার ভোক্তাদের চড়া দামে ইলিশ কিনে খেতে হচ্ছে। তার মধ্যে রপ্তানি করায় সমালোচনা করেছেন ভোক্তারা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ