29 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এত মাথাব্যাথা কেন: ওবায়দুল কাদের

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এত মাথাব্যাথা কেন: ওবায়দুল কাদের

বাংলাদেশের গণতন্ত্র

বিএনএ ডেস্ক: কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা না ঘামানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা কেন।

সোমবার (৩ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের রূপরেখা তৈরি করছে বিএনপি। কিন্তু সেই রূপরেখা কবে হবে? তারা শুধু বিভিন্ন দূতাবাসে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করা নিয়ে ব্যস্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেসব দেশের কাছে বিএনপি নালিশ করে সেসব দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেই। যারা নালিশ শুনে তাদের বলবো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এতো মাথাব্যাথা কেন। নিজেদের দেশের গণতন্ত্র আগে দেখুন তারপর মন্তব্য করুন। এসব না করে বৈশ্বিক সংকট নিরসনে ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়? একটা দেশ দেখান। বাংলাদেশে কেন হবে? তত্ত্বাবধায়কের পচা গলিত লাশ মিউজিয়ামে পাঠিয়েছি, সেটি আবার কেন টেনে নিয়ে আসছেন? যারা তত্ত্বাবধায়কের নালিশ শুনেন তারা জানেন না, ইদানীং যত নির্বাচন হয়েছে, কোথায় তত্ত্বাবধায়ক?

মন্ত্রী বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিমুক্ত এ কথা বলব না। তবে আমরা ইম্প্রুভ করছি, সামনের দিকে আরও ইম্প্রুভ করব। আমাদের বিষয় নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন মনে করছি না। বলেন, দেশে ১৪ মাস পর যে নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে অনেক চক্রান্ত চলছে। উসকানিমূলক তৎপরতা চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের দিনগুলো স্পর্শকাতর। এখানে দুর্বৃত্তের দল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়েও দোষ চাপায়। যেটা আমরা অনেকবার দেখেছি। কাজেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুর্গা দেবীর কাছে আমাদের কামনা থাকবে, এই অপশক্তির বিনাশ হোক, সাম্প্রদায়িকতার বিনাশ হোক, সহিংসতার বিনাশ হোক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ১৩ বছরের শাসনামলে মাত্র একবার কয়েক জায়গায় কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু ১২টি পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ৩২-৩৪ হাজার পূজামণ্ডপ, আইনশৃঙ্খলা বাহিনী কারও ঘুম নেই, তারা সতর্ক অবস্থায় আছে।’

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিলো বিদ্রোহীরা দশ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল আইনজীবী সাইফুল হত্যা, ৩১ জনের বিরুদ্ধে মামলা গাজায় ২৪ ঘণ্টায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ২৯ বস্তা টাকা ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডার ইসি কমিটির নির্বাচনে সভাপতি শবনম ও সা.সম্পাদক হাসনাত জুলাই বিপ্লবে প্রতিটি শহীদ পরিবারকে ১ লক্ষ টাকা দেবে চসিক-ডা. শাহাদাত দেশকে রূপান্তর করতে সকলকে একযোগে কাজ করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে প্রাসাদ করেছে; তাদের ক্ষমা নেই-জামায়াত আমির Bangladesh condemns desecration of the national flag and burning of effigy of Chief Advisor in Kolk...