22 C
আবহাওয়া
৩:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পূজা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে দর্শনার্থীরা

বোয়ালখালীতে পূজা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে দর্শনার্থীরা

বোয়ালখালীতে পূজা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে দর্শনার্থীরা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজায় দেখা গেছে ভক্ত ও দর্শনার্থীর উপচেপড়া ভীড়।মণ্ডপে মণ্ডপে চলছে ভক্তদের আরাধনা। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। ছোটদের আনন্দে মুখরিত প্রতিটা পূজামণ্ডপ।

সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শনিবার (০১ অক্টোবর) থেকে উপজেলার ৯২ টি সার্বজনীন ও ৫০টি ব্যক্তিগতসহ মোট ১৪২ টি পূজা মণ্ডপে একযোগে শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে। সবগুলো পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় পুলিশ, র‌্যাব আনসার বাহিনীর পাশাপাশি সাদা পোষাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে বসানো হয়েছে সিসি টিভি। রাখা হয়েছে স্বেচ্ছাসেবকও।

এবারের পূজায় আলোচনায় এসেছে উপজেলার জ্যৈষ্ঠপুরার মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগারে ভারতীয় সাড়া জাগানো ছবি বাহুবলির মাহিষ্মতি সাম্রাজ্যের আদলে নির্মিত পূজা মন্ডপ। কাল্পনিক হলেও রাতে বিদ্যুতের ঝলমলে আলোয় সত্যিকার সাম্রাজ্যের মতোই মনে হচ্ছে। এ সাম্রাজ্য দেখতে গত দুই দিন ধরে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীর ভিড় বেড়েছে এই পূজা মণ্ডপে।

পূজা উদযাপন কমিটির সভাপতি বিভু দে বলেন, প্রতিবারই আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। এবার আমাদের মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগারের ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাহিষ্মতি সাম্রাজ্যের আদলে পূজা পণ্ডপ তৈরী করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। পূজা শেষ পর্যন্ত তা বহুগুণ বাড়বে বলে আশাবাদ তাদের।

এদিকে মহাষষ্ঠীর দিন শনিবার রাতে উপজেলার আমুচিয়া, করলডেঙ্গা ও অন্যান্য ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাকসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, আমাদের বোয়ালখালীতে পূজাকালীন সময়ে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, তার জন্য বোয়ালখালী উপজেলা প্রশাসন সর্বাত্মক তৎপর রয়েছে।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ