15 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের কষ্টের জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের কষ্টের জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের কষ্টের জয়

বিএনএ ডেস্ক: ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ভারতের কাছে ১৬ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৭ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে ৩ উইকেট ২২১ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

রোববার (২ অক্টোবর) গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম টস জিতে স্বাগতিকদের ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৫৯ বলে ৯৬ রান তোলেন রোহিত শর্মা ও কে এল রাহুল। ৩৭ বলে ৪৩ রান করে রোহিত শর্মা আউট হলে হাল ধরেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় জুটিতে তেমন সুবিধা হয়নি। দলীয় ১০৭ রানের মাথায় ২৮ বলে ৫৭ করে ফিরে যান কে এল রাহুল।

এরপর বিরাট কোহলির সাথে ৪২ বলে ১০২ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব। দলীয় ২০৯ রানের মাথায় রান আউটের শিকার হন সূর্যকুমার। তবে ২২ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। শেষ পর্যন্ত বিরাট কোহলি ২৮ বলে ৪৯ ও ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক।

ইংল্যান্ডের পক্ষে কেশব মহারাজ ২টি উইকেট পান।

ভারতের দেয়া ২৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ১ রানের মাথায় অধিনায়ক টেম্বা বাভুমাকে শূণ্য রানে ফেরান আরশদীপ সিং। এরপর দলীয় ২ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন আরশদীপ। শূণ্য রানে ফেরেন রাইলি রুশো। সেখান থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এরপর ওপেনিং ব্যাটার কুইন্টন ডি কক-এর সাথে হাল ধরেন এইডেন মার্করাম। ২৯ বলে ৪৬ রানের জুটি গড়েন তারা। দলীয় ৪৭ রানের মাথায় ১৯ বলে ৩৩ করে সাজ ঘরে ফেরেন এইডেন মার্করাম। পরে কুইন্টন ডি কক-এর সাথে ৪৮ বলে ১৭৪ রানের লড়াকু জুটি গড়েন ডেভিড মিলার। কুইন্টন ডি কক ৪৮ বলে ৬৯ রান আর ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার
৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার

ভারতের পক্ষে আরশদীপ সিং ২টি ও আক্সার প্যাটেল ১টি উইকেট শিকার করেন। ২৮ বলে ৫৭ করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কে এল রাহুল।

২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারায় ভারত। আগে ব্যাট করে ৮ উইকেটে ১০৬ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। জবাবে ১৬.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ

২৮ সেপ্টেম্বর, দুপুর ২টায়: তিরুঅনন্তপুরম (ভারত জয়ী)
২ অক্টোবর, ৭.৩০ মি.: গৌহাটি (ভারত জয়ী)
৪ অক্টোবর, ৭.৩০ মি.: ইন্দোর
৬ অক্টোবর, দুপুর ২টা: লক্ষ্ণৌ
৯ অক্টোবর, দুপুর ২টা: রানচি
১১ অক্টোবর, দুপুর ২টা: দিল্লি

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ