বিএন্এ,সাভার :সাভারে বাসচালকের সঙ্গে বাকবিতন্ডার জেরে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে থানা হেফাজতে নেয়া হয়েছে।শনিবার (০২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক।এর আগে দুপুরের দিকে সাভার স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরের দিকে ঢাকা থেকে ফেরার পথে লাব্বাঈক পরিবহনের বাসের পাশাপাশি আসার সময় ওই চেয়ারম্যানের প্রাইভেট কারের সঙ্গে ঘষা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান তার গাড়িতে থাকা লাঠি দিয়ে বাসে কয়েকটা বাড়ি দেন। পরে পাশে থাকা পুলিশ ওই পরিবহনের চালক ও সোহরাব হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক বলেন, ‘ওখানে একটু ঝামেলা হয়েছিলো। পরে উনাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি উপরস্থ কর্মকর্তাদেরকে জানিয়েছি। এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। আর যে আঘাতের অভিযোগ করা হয়েছে সেটাও আমি দেখেছি সঠিক নয়। এছাড়া বাস মালিকেরও কোন অভিযোগ নেই। তবুও কর্মকর্তারা দেখে ব্যবস্থা নেবেন।
বিএনএ/ইমরান খান,ওজি