33 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩, ২০২৫
Bnanews24.com
Home » ৯ সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ

৯ সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত তারিখে (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে আপিল বিভাগ বুধবার (৩ সেপ্টেম্বর) এ রায় দেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে  বেলা ১১টার পর শুনানি শুরু হয়। প্রায় এক ঘণ্টার শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী জানান, তারা নির্বাচন স্থগিত চাননি; বরং জিএস প্রার্থী এস এম ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না, তার তদন্ত দাবি করেছেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আদালতে যুক্তি দেন, এই রিট নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে করা হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে একই দিন চেম্বার আদালত সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। পরদিন (২ সেপ্টেম্বর) আবারও চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন। সর্বশেষ আজ (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে নির্বাচন অনুষ্ঠানে চূড়ান্ত অনুমোদন দিল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো আলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ