22 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে

বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে

বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে

স্পোর্টস ডেস্ক:  আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের(icc asia cup 2023) সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে। বাংলাদেশ দল৫০ওভার খেলে ৫উইকেট হারিয়ে ৩৩৪রান সংগ্রহ করেছে।

রবিবার(৩ সেপ্টেম্বর ২০২৩) টস জিতে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে(Bangladesh v Afghanistan) প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ।

মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে এশিয়া কাপে ৫ উইকেটে ৩৩৪ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের হয়ে ১১৯ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১১২ রান করে হাতে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ওপেনার মিরাজ। ১০৫ বলে ৮টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১০৪ রান করে রান আউট হন নাজমুল হোসেন শান্ত।

তাছাড়া মোহাম্মদ নাঈম ৩২বলে ২৮ রান,মুশফিক ১৫ বলে ২৫ রান, অধিনায়ক সাকিব আল হাসান ১৮ বলে ৩২ রান, শামীম হোসেন ৬ বলে ১১ রান, আফিফ হোসেন ৩ বলে ৪ রান  করেন। তৌহিদ হৃদয় ২ বলে কোন রান পান নি।

এশিয়া কাপের (icc asia cup 2023) ১৬তম আসরের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ টাইগারদের জিততে হবে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাবার শঙ্কায় পড়ে যায় টাইগাররা।

বিএনএনিউজ২৪,Bangladesh v Afghanistan ,জিএন

Loading


শিরোনাম বিএনএ