20 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে মাদক কারবারিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

মিরসরাইয়ে মাদক কারবারিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

মিরসরাইয়ে মাদক কারবারিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি

বিএনএ, মিরসরাই: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট বাজারে মাদক কারবারির সাথে র‍্যাবের গোলাগুলি ঘটনা ঘটেছে।  এতে কোন হতাহত হয়নি।

শুক্রবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায়  ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করেরহাট বাজারের উত্তর দিক থেকে আসা সন্দেহজনক মাদক বহনকারি একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করে র‍্যাব সদস্যরা। র‍্যাবের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার সময় প্রাইভেট কারের চাকা লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে র‍্যাব সদস্যরা। কিন্তু গুলি দুটি লক্ষ্য ভ্রষ্ঠ হয় আর দ্রুতগতিতে প্রাইভেটকারটি করেরহাট হেয়াকো রোড়ের দিকে চলে যায়। সাদা পোশাকের র‍্যাব সদস্যরা একটি সাদা হাইচ মাইক্রো নিয়ে পিছু ধাওয়া করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি র‍্যাব সদস্যরা মাদক বহনকারি প্রাইভেটকারটি আটক করতে পেরেছে কিনা।

সরজমিনে দেখা যায়, গুলির শব্দে স্থানিয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। জড়ো হওয়া স্থানিয় জনতাকে করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান নয়ন ও জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর মোহাম্মদ মামুন সরিয়ে দিতে কাজ করছেন।

র‍্যাব ৭এর ফেনী ক্যাম্প মিড়িয়া কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ