25 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার শোচনীয় পরাজয়

জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার শোচনীয় পরাজয়

অস্ট্রেলিয়ার শোচনীয় পরাজয়

বিএনএ ডেস্ক: রায়ান বার্লের ঘুর্ণিতে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে ১৪১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নের ৯৪ রানের ইনিংস না থাকলে হয়তো লজ্জায় পড়তে হতো ক্যাঙ্গারুদের।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা। দলীয় ৯ রানের মাথায় ১১ বলে ৫ রান করে ফিরে যান অ্যারন ফিঞ্চ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বোলারদের দাপটে কোন ব্যাটারই তেমন থিতু হতে পারেন নি। ডেভিড অর্নারই একমাত্র ত্রাতার ভূমিকায় অবর্তীর্ণ হন। তার ৯৬ বলে ৯৪ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৪১। মাত্র ৩১ ওভারে অল আউট হয়ে যায় অ্যারন ফিঞ্চের দল।

২-১ ব্যবধানে সিরিজ জিতলো অস্ট্রেলিয়ার
২-১ ব্যবধানে সিরিজ জিতলো অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়ের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন রায়ান বার্ল, এছাড়া ব্র্যাড ইভান্স ২ টি ও ১টি করে উইকেট শিকার করেন রিচার্ড নাগারভা, ভিক্টর নিয়াউচি, শন উইলিয়ামস।

১৪২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালই করে জিম্বাবুয়ে। তবে দলীয় ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। তাকুদজওয়ানাশে কাইতানো ১৯ রান করে ফিরে যান। এরপর ৪৪ রানের মাথায় আসে জোড়া আঘাত। ওয়েসলি মাধভেরে ও শন উইলিয়ামসকে সাজঘরে ফেরত পাঠান জোশ হ্যাজেলউড। এরপর ৬৬ রানের মাথায় সিকান্দার রাজা মাত্র ৮ রান করে আউট হলে বেশ চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর এক প্রান্ত আগলে রাখা তদিওয়ানাশে মরুমণির সাথে জুটি গড়েন রেজিস চাকাবভা। তাদের ব্যাটে ভর করে আগাতে থাকে জিম্বাবুয়ে।

৭৭ রানের মাথায় ৩৫ রানে আউট হন তদিওয়ানাশে মরুমণি। তবে হাল ধরে রাখেন রেজিস চাকাবভা। তার সাথে ছোট ছোট ইনিংস খেলেন টনি মুনিওঙ্গা ও রায়ান বার্ল। শেষ পর্যন্ত রেজিস চাকাবভা ও ব্র্যাড ইভান্স অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার পক্ষে জোশ হ্যাজেলউড ৩টি ও ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, অ্যাশটন আগার।

ম্যান অব দ্যা ম্যাচ রায়ান বার্ল, আর ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন অ্যাডাম জাম্পা। শেষ ম্যাচে হারলেও আগেই ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ