21 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ,সেই প্রধান শিক্ষককে অব্যাহতি

বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ,সেই প্রধান শিক্ষককে অব্যাহতি


বিএনএ, সাভার: ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বেতন আত্মসাৎ, প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতের টাকা মেরে দেওয়া, একাধিক শিক্ষার্থীকে মারধর, যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয়করণের জন্য তদবিরের কথা বলে সহকর্মী শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান আলী হায়দারকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একটি পত্রে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের পদ হতে আলী হায়দারকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

পত্রটিতে আগামী ০৩/০৯/২০২২ শনিবার হতে আলী হায়দারকে বিদ্যালয়ে না আসার এবং বিদ্যালয়ের যে কোন ধরণের অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ০৪/০৯/২০২২ তারিখ রোববারের মধ্যে বিদ্যালয়ের সকল কাগজপত্র সহকারী প্রধান শিক্ষিকা আকলিমা আক্তারের নিকট হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও পত্রটিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সহকারী কমিশনার ভূমি ধামরাই এর কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কমিটির নিকট বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন, ফারজানা আক্তার সহকারী কমিশনার ভূমি ধামরাই, আরিফুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা ধামরাই, মো. মাহাবুবুর রহমান সিনিয়র শিক্ষক যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজ।

বিএনএ/ইমরান খান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ