21 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কায় ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কায় ফিরলেন রাজাপাকসে

বিএনএ ডেস্ক: গণবিক্ষোভের মুখে দেশ ছাড়ার প্রায় দুই মাস পর দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত জুলাইয় জনরোষে পড়ে প্রথমে মালদ্বীপ, সেখান থেকে সিঙ্গাপুর হয়ে পরে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তার দলের আইনপ্রণেতারা তাকে স্বাগত জানান। পরে সশস্ত্র সৈন্যদের কড়া পাহারা দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন রাজাপাকসে।

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়ার পর গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছাড়েন গোতাবায়া। সামরিক বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালান তিনি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজাপাকসে কলম্বোতে একটি সরকারি বাসভবনে থাকবেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে তার জন্য। রাজনৈতিক বিশ্লেষক ড. অরুণা কুলাতুঙ্গা বলেছেন, রাজাপাকসেও একটি সরকারি বাসস্থান পাবেন, যা তার মৃত্যুর পর তার স্ত্রীকে হস্তান্তর করা হতে পারে।

শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, শ্রীলঙ্কার সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সরকারিভাবে বাড়ি, গাড়ি ও দেহরক্ষীর সুবিধা দেয়ার কথা বলা আছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ