21 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

বিশ্বজুড়ে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, শুক্রবার বিশ্বে করোনায় ১ হাজার ৫৬৫ জনের মৃত্যু এবং ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে ৩১৮ জনের মৃত্যু এবং ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ