25 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নেইমারের দরজা বন্ধ করে দিল সিটি!

নেইমারের দরজা বন্ধ করে দিল সিটি!

নেইমার

বিএনএ স্পোর্টস ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইঁ গুজব রটেছিল এমবাপে- নেইমার জুনিয়রের ক্যারিয়ারের ইতি ঘটবে যে কোন সময়। সঙ্গে বেড়েই চলেছে দলের দুই তারকার দ্বন্দ্ব, এমন খবরই ভাসছে বাতাসে। এবার নাকি ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করতে উঠে পড়ে লেগেছে ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু বিধি বাম, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি অস্বীকৃতি জানিয়েছে নেইমারকে কিনতে।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি এমনটাই। কয়েকটি গণমাধ্যম এও দাবি করছে, কার্যকর খেলোয়াড় হওয়া সত্ত্বেও ড্রেসিংরুম ও দলের ওপর খারাপ প্রভাব ফেলতে পারেন নেইমার এমন আশঙ্কাতেই তার প্রতি আগ্রহী নয় সিটি। এর আগে ব্রাজিল উইঙ্গারের সম্ভাব্য গন্তব্য হিসেবে চেলসির নাম শোনা গেলেও আদতে তা ঘটেনি।

কোচ পেপ গার্দিওলা আগেও কোচিং করিয়েছেন নেইমারকে। ফলে তিনি জানেন ব্রাজিল তারকার চরিত্রের ভালো-মন্দ দিক। গার্দিওলা চাননা তার ড্রেসিংরুমের সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ কেউ এসে নষ্ট করুক।

সম্প্রতি পেনাল্টি দ্বন্দ্ব আরও শীতল করেছে নেইমার-এমবাপে সম্পর্ক। গত সপ্তাহে মঁপেলিয়ের বিপক্ষে দ্বিতীয় পেনাল্টি নিতে চেয়েছিলেন ফরাসি তারকা, তবে বল নিয়ে নিজেই স্পটকিক নিতে প্রস্তুত হয়ে যান নেইমার। এদিকে প্রধান কোচ ক্রিস্তোফ গালতিয়ের এমবাপেকেই দিয়েছিলেন এই মৌসুমে পেনাল্টি নেবার দায়িত্ব।

ইএসপিএন এর মতে, নেইমার যেভাবে দ্বিতীয় পেনাল্টির জন্য বল নিয়েছিলেন তা একেবারেই ভালো লাগেনি এমবাপের। উল্লেখ্য, পিএসজি ক্যারিয়ারে পেনাল্টি নিয়ে সতীর্থের সঙ্গে বিবাদ এই প্রথম নয় নেইমারের। ২০১৭-১৮ মৌসুমেও এডিনসন কাভানির সঙ্গে একই ঘটনা ঘটিয়েছিলেন ব্রাজিল তারকা।

গত মে মাসে পিএসজির সঙ্গে তিন বছরের অতিমানবীয় চুক্তি স্বাক্ষরের পর থেকেই পিএসজিতে বেড়ে চলেছে এমবাপের প্রভাব। বর্তমানে পার্ক দেস প্রিন্সেসে প্রতি সপ্তাহে ১ মিলিয়ন পাউন্ড উপার্জন করছেন ফরাসি তারকা।

এদিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার। ২০১৭ সালে রেকর্ড ২২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। প্যারিসিয়ানদের হয়ে এখন পর্যন্ত ১৫০ ম্যাচে ১০৯ গোল করেছেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ