20 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামের লোহাগাড়ায় গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় গৃহবধূর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের লোহাগাড়ায়  খুরশিদা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ডোয়ার আলী সিকদার পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  খুরশিদা বেগম একই এলাকার জাফর আহমদের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী জাফর আহমদের সঙ্গে খুরশিদা বেগমের কথা কাটাকাটি হয়।  সকালে বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে খুরশিদা বেগম। পরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামিয়ে রাখা হয়।

লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার বলেন, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলে মনে হচ্ছে। স্বামী ভয়ে পালিয়ে গেলেও মোবাইলে কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ