Bnanews24.com
Home » সারা বিশ্বে খাদ্যমূল্যের উর্ধগতি: এফএও
বিশ্ব সব খবর

সারা বিশ্বে খাদ্যমূল্যের উর্ধগতি: এফএও

বিএনএ, বিশ্বডেস্ক : জাতিসংঘের খাদ্যশস্য ও কৃষি সংস্থার (ফাও) মাসিক প্রতিবেদনে গত আগস্ট মাসে সারা বিশ্বে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, চিনি, তেল ও অন্যান্য খাদ্যশস্যের দাম দ্রুত বৃদ্ধির কারণে গত মাসে ফাও-এর খাবার সূচক গত বছরের একই সময়ের তুলনায় ৩২.৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে চিনির দাম বেড়েছে গত জুলাই মাসের চেয়ে ৯.৬ শতাংশ, এবং তেল ও খাদ্যশস্যের দাম বেড়েছে যথাক্রমে ৬.৭ ও ৩.৪ শতাংশ।

ফাও-এর আরেকটি প্রতিবেদন মতে, চলতি বছর বিশ্বের খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ গত বছরের চেয়ে ০.৭ শতাংশ বেড়ে দুই বিলিয়ন ৭৮ কোটি ৮০ লাখ টনে দাঁড়াবে। আর খাদ্যশস্যের সরবরাহ মোটামুটি যথেষ্ঠ বলেও তাতে মন্তব্য করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।