28 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৫
Bnanews24.com
Home » স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ


বিএনএ, গাজীপুর:  গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ঘরে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে শনিবার (২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা আক্তার (৪৫) একজন পোশাক শ্রমিক। স্বামী মিজানুর রহমান (৪৫) একটি ওষুধের দোকান পরিচালনা করেন।

নিহতের ছোট বোন বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে আশপাশের মানুষের আগুন আগুন চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে আমার বোন আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই দম্পতির বিয়ের পর থেকে সব সময় ঝগড়া করতো। এ নিয়ে বহু সালিশ বিচারও হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। শেষে এই পরিণতি হলো।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, আনুমানিক রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের কাজ করছে।

এ দিকে ঘাতক স্বামী মিজানুর রহমানকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ