27 C
আবহাওয়া
১২:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় বন‌্যার্তদের ঘ‌রে ঘ‌রে ত্রাণ দি‌লেন মিজানুর রহমান মজুমদার

ছাগলনাইয়ায় বন‌্যার্তদের ঘ‌রে ঘ‌রে ত্রাণ দি‌লেন মিজানুর রহমান মজুমদার


‌ফেনী : ফেনী জেলার ছাগলনাইয়াসহ ক‌য়েক‌টি উপ‌জেলার চারপাশ থৈ থৈ কর‌ছে কেবল পানি আর পানি। অবিরাম বৃষ্টিপাতে ছাগলনাইয়া উপজেলার
মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সতর নদীর কুল, ১নং ও ২নং ওয়ার্ডের এলনা পাথর মাঝি বাড়ী, পশ্চিম দেবপুর প্লা‌বিত।

শ‌নিবার(৩ আগস্ট) এসব এলাকায়  বন্যা কবলিত মানুষের ঘ‌রে ঘ‌রে ত্রাণ সহায়তা দেন  সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ও  ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান
মিজানুর রহমান মজুমদার।

 

বি‌কে‌লে ছাগলনাইয়া  উপ‌জেলার রাধানগর ইউনিয়নের আশ্রায়নে, গোপাল ইউনিয়নে মুহুরী গঞ্জে, শুভপুর ইউনিয়নের চম্পক নগরে, বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহয়াতা বিতরণ ক‌রেন উপ‌জেলা চেয়ারম‌্যান মিজান।

Uno chhagalnaiya
ছাগলনাইয়া ইউএনও ত্রাণ বিতরণ ক‌রেন

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাসুদ রানা, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মিনু,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন পাটোয়ারী, ঘোপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন, ইউপি সদস্য জমির উদ্দিন পাটোয়ারী বাবু, জাহিদ ফয়েজ উল্লাহ, জাকির আহমদ, শাহাদাত হোসেন, ওবাদুল হক সহ অনেকে।

বন্যাদূর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল ,এক কেজি চিড়া ,আধা কেজি মুড়ি ,এক কেজি গুড় ,পাঁচটি খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরনের এক পাতা ট্যাবলেট বিতরণ করা হয়।

এ সময় উপ‌জেলা চেয়ারম‌্যান মিজানুর রহমান মজুমদার বন‌্যাদুর্গত‌দের সহায়তায় এ‌গি‌য়ে আস‌তে এলাকার বিত্তবান ব‌্যক্তি ও সামা‌জিক ও সাংস্কৃ‌তিক নেতৃবৃন্দ‌কে আহবান জা‌নি‌য়ে‌ছেন। 

এ‌বিএম নিজাম উ‌দ্দিন, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ