বিএনএ, চবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে বন্দর নগরী চট্টগ্রামের নিউমার্কেট এলাকা। ১ দফা বাস্তবায়নে সারাদেশের মতো চট্টগ্রাম নিউমার্কেট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এসময় কোতোয়ালী থানা, কদমতলী মোড় থেকে নিউমার্কেট সড়ক ও কাজির দেউড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গাজুড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।
শনিবার (৩ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সকল শ্রেণি-পেশার মানুষ এ আন্দোলনে যোগ দিয়েছে। এসময় তাঁরা সরকারের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘বউত দিন হাইয়্যু, আর ন-হাইয়্যু’ বলে স্লোগান দিতে থাকে।
ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার নিজের ফেসবুক পোস্টে লিখেন, ছাত্র-জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এক দফা এখন সার্বজনীন। এর বাইরে আর কোন আলাপ নেই।
এর পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি আন্দোলন থেকে একদফা ঘোষণা করেন এবং ফেসবুক পোস্টে লিখেন, ১ দফা ছাড়া আর কোন আলাপ নাই, ইতোমধ্যে চট্টগ্রামের নিউমার্কেট জনসমুদ্র।
আন্দোলনে চট্টগ্রামের এক সমন্বয়ক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান আমরা মানি না। শত শত নিরীহ শিশু-ছাত্রকে গুলি করে হত্যা করে কীসের সংলাপ। এই সরকারকে পদত্যাগ করতে হবে।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শুক্রবার (২ আগস্ট) ঘোষণা দেন, তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের নয় দফা দাবি আদায়ে রোববার (৪ আগস্ট) থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন। এরই মধ্যে নয় দফা এখন একদফায় পরিণত হয়েছে। এদিকে দাবি আদায়ে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিএনএনিউজ/ সুমন/ বিএম/হাসনা