15 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সংলাপের সুযোগ নেই, অসহযোগ চলবে: নাহিদ

সংলাপের সুযোগ নেই, অসহযোগ চলবে: নাহিদ


বিএনএ ,ঢাকা: সরকারের সঙ্গে সংলাপে বসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের মুক্তির ঘোষণা ও সংলাপে বসার আহ্বান জানানোর পর শনিবার দুপুরে এক বিবৃতিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, যখন সময় ছিল তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, কোটা সংস্কার আন্দোলনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা।’ এরপরই সংলাপে বসার সুযোগ নেই জানিয়ে বিবৃতি দেন নাহিদ ইসলাম।

‘জরুরি অবস্থা ও সরকারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে’ শিরোনামের এই বিবৃতিতে বলা হয়, ১৯শে জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়।

সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না৷ নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই। গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন, প্রোপাগাণ্ডা ও ষড়যন্ত্র করে এ আন্দোলন থামানো যাবে না। খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র-নাগরিকের পাশে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন। ছাত্রদের সাথে মিছিলে যোগ দিন। আমরা পুলিশ নয়, হুকুমের আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। নিরাপত্তা বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান থাকবে। সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ ও আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি সফল করুন।

 

বিএনএ/ ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ