17 C
আবহাওয়া
৫:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চট্টগ্রামে ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে কোটাবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট মো. অলি উল্লাহ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শহিদুল ইসলামের আদালত পৃথক আদেশে তাদের জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে ঘিরে বিভিন্ন মামলায় ১৬ পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। তাদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী, রাউজান ও লোহাগাড়ার তিন এইচএসসি পরিক্ষার্থী আছেন। বাকিরা নগরীর বিভিন্ন থানা এলাকার।

জামিন পাওয়া ১৬ শিক্ষার্থী হলেন- রেজাউল আজিম, মনিরুল ইসলাম আতিক, আবদুল্লাহ মোহাম্মদ তাহিদ, আবদুল জব্বার, ইসরাফুল আক্তার, মইন উদ্দিন, আবদুল্লাহ বিন আইয়ুব, আজিজ উল্লাহ, রাশেদুল ইসলাম, রবিউল হাসনাত সৌরভ, অজয় চৌধুরী, রাকিবুল আলম আসিফ, তাহের শাহ ফাহিম, ফয়সাল মাহমুদ ফাহিম, আজিজ উল্লাহ ও আবু রায়হান।

এবিষয়ে সিএমপির এডিসি (প্রসিকিউশন বিভাগ) মফিজ উদ্দিন বলেন, নগরীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ১৩ এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ আবেদনের ভিত্তিতে জামিন দিয়েছেন আদালত। সিএমপি ও জেলা মিলিয়ে মোট ১৬ পরীক্ষার্থী জামিন পেলেন।

বিএনএনিউজ/নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার