30 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধা মতিন হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দুই জনের

বীর মুক্তিযোদ্ধা মতিন হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দুই জনের


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৬ জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ, ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মোফাজ্জল হোসেন রুবেল, দুলাল মিয়া।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) পিযুস কান্তি সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৮ সালের ৩ জুলাই খুন হন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটিপাড়া জামতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার। তার ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারী আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ের সময় ৮ আসামী আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক