25 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ে বাসের ধাক্কায় মো. খায়ের (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে শেখপাড়া মোড়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়েরের ছেলে ইয়াসিন বলেন, আমার বাবা পেশায় একজন ভ্যানচালক। সকালে তিনি ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকি। আমাদের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায়। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বলে শুনেছি।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদুল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর ওই ভ্যানচালক মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ