22 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০


বিএনএ, বিশ্বডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরতে এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত বোঝা বহন না করতে আগে থেকেই সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ২০১৮ সালে নভেম্বরে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। একই বছরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে শতাধিক মানুষ মারা যায়।

উল্লেখ্য, ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম হ্রদ। এটাকে উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। হ্রদটি প্রায় ৭০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ