Bnanews24.com
Home » ময়মনসিংহে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
ময়মনসিংহ সব খবর সারাদেশ

ময়মনসিংহে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় বজ্রপাতে নাইম ইসলাম (১৭) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের জুগিড় আগলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নাইম ইসলাম ওই এলাকার শহীদ মিয়ার ছেলে। তিনি গৌরীপুর ভোকেশনাল টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীতে লেখাপড়া করতেন।

নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিয়নের জুগিড় আগলী গ্রামের শহীদ মিয়ার ছেলে নাইম ইসলাম দুপুরের দিকে বৃষ্টির সময় নিজ বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যায় তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ