17 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » আশুলিয়ায় ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

আশুলিয়ায় ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

আশুলিয়ায় ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে জীবিত নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার ( ২ আগস্ট) রাতে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার স্থানীয় রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয় নুর মোহাম্মদ বলেন, রাত ৮ টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিন থেকে শিশুর কান্নার আওয়াজের মতো শুনতে পাই। পরে লাইট নিয়ে সেখানে গিয়ে একটি ছেলে নবজাতকে কান্নারত অবস্থায় দেখতে পাই। এসময় তাৎক্ষণিক নবজাতককে উদ্ধার করে পার্শ্ববর্তী নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি সদ্য ভূমিষ্ট নবজাতককে কুড়িয়ে পেয়ে হাসপাতালে আনেন স্থানীয়রা। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ