27 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের জয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের জয়

জয়

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২৩ রানে হারায় সফরকারীদের। এর মধ্যে দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো স্বাগতিকরা।

প্রথমে ওয়ানডে। এরপর টেস্ট। সর্বশেষ টি-টোয়েন্টি। তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

টসজয়ী বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ নাইম ৩০, নুরুল হাসান ২৩, মাহমুদুল্লাহ ২০ রান করে।

১৩২ রান জয়ের লক্ষে খেলতে নামা অস্ট্রেলিয়া প্রথমেই বেকাদায় পড়ে যায় বাংলাদেশি বোলারদের বোলিং তোপে। ১১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম বলে উইকেট হারানোর পর ধাক্কা আরও জোরে লাগে দ্রুত ২ উইকেট হারালে। অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ। চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন। ১৯তম ওভারে এসে বাংলাদেশের জয়কে একেবারে কাছে এনে দেন শরীফুল। প্রথমে অ্যান্ড্রু টাই, এরপর অ্যাডাম জাম্পাকে ফেরান। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পক্ষে মাসুম আহমেদ চারটি, মোস্তাফিজ ও শরিফুল দুইটি করে এবং মেহেদি হাসান ও সাকিব একটি করে উইকেট পান।

১৩১ রানের সম্বল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানেই অল-আউট করেছে বাংলাদেশ। এর আগে কখনোই এত কম রানের সম্বল নিয়ে টি-টোয়েন্টিতে জেতেনি বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ